আসহাবে ফীল বা হস্তি বাহিনী
আবরাহার বিকল্প স্বর্ণ মন্দির নির্মাণ ও কা’বা গৃহ ধ্বংসের উদ্যোগঃ আবিসিনিয়ার সম্রাট নজ্জাশীর সেনা নায়ক ‘‘আরবাত্ব’ যিনি সম্প্রতি ইয়ামান আক্রমণ করে তা আবিসিনিয়ার করতলগত করেছিলেন এবং অত্যাচার ও নির্যাতনের স্টীম রোলারে জনগণকে নিস্পেষিত করছিলেন। জনতা তার বিরুদ্ধে একটি গণ অভ্যুত্থান পরিচালনা করে আরবাত্বকে হত্যা করত : আবরাহা নিজেই ইয়ামানের শাসন ক্ষমতা দখল করে নিয়েছিলেন। আবরাহা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর পরিকল্পনা করলেন যে বর্তমানে মক্কা যে গোটা আরব উপদ্বীপের মধ্যে একটি কেন্দ্রীয় মর্যাদা ভোগ করছে তার বিলুপ্তি ঘটিয়ে ইয়ামানকেই ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইয়ামানের ভৌগোলিক কৌশলগত অবস্থান অত্যন্ত অনুকুলে ছিল। কিন্তু বাধ-সাজছে আর আর একটি বস্ত্ত। তা হলো মক্কায় কা’বা গৃহের অবস্থান। যা গোটা আরব দ্বীপের বাসিন্দাদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান বলে বিবেচিত। আবরাহা চিন্তা করল এর বিকল্প কিছু করা ব্যতীত তার পরিকল্পনা সফল হওয়ার নয়। সে প্রথমে কা’বা গৃহের আকারে আকৃতি ও নির্মাণ কৌশল সম্পর্কে খবর নিল। জানতে পারল যে তা একটি সাধামাটা পাথ...