পোস্টগুলি

জানুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আখেরী মুনাজাত ও অন্যান্য দু'আ মনির হুসাইনের বিশ্ব ইজতেমা বিরুধী পোস্টের জবাব ০১

আখেরী মুনাজাত ও অন্যান্য দু'আ মনির হুসাইনের বিশ্ব ইজতেমা বিরুধী পোস্টের জবাব ০১ তার আগে মনিরের পোস্টের লিঙ্কটা দেখে নিন । https://m.facebook.com/photo.php?fbid=10152993809694933&id=780324932&set=a.10150270806659933.347773.780324932&source=48&fs=4&ref=m_notif&notif_t=photo_comment_tagged (হয়তো লিংক টা এখন কাজ নাও করতে পারে) আমি এই পোস্টের ২ খণ্ডে দিব আজ তার ১ম খণ্ড মনির হুসাইন সাহেব বলেছেন আমাদের দেশে প্রতি বৎসর দু’টি স্থানে দু’টি বড় অনুষ্ঠান মহাসমারোহে পালিত হয়। একটি হল বিশ্ব জাকের মঞ্জিলে আর একটি হল বিশ্ব ইজতেমায়। এক মঞ্জিলে বড় বড় বিত্তবান বা মালদার সওদাগর নিজেরা গরু, ছাগল, উট নিয়ে ওরস করতে যায়। অন্য মঞ্জিলে বড় ছোট সব ধরনের লোকেরা গাট্ঠি-বোচকা নিয়ে এজতেমা করতে যায়। এর একটায় করতে যায় জেকের আর একটায় করতে যায় ফেকের। একটায় করতে যায় আখিরী মুনাজাত আর একটায় করতে যান আখিরী মুলাকত। আমরা জানি আখিরী মানে শেষ কিন্তু তাদের আখিরী মুলাকাত ও মুনাজাত কবে শেষ হবে আল্লাহই ভাল জানেন। জনাব ,খুব ভাল বলেছেন তবে কেমন জানি একটু বেখাপ্পা লাগছে । আপনি তাহরিকে ইমানের ইজতেম...