ফেরাউনের আত্মকথা ঃ
ফেরাউনের আত্মকথা ঃ ((গত কাল ইবলিশের মহা মুল্যবান আফসুসের কথা শুনেছেন আর এই কথাও সে বলেছে তারপরে ফেরাউন কথা বলবে তাই তার মহামুল্যবান কথাগুলি তুলে ধরলাম তারআগে গতকালের ইবলিশের বয়ান টা দেখে নেয়া যেতে পারে)) হে বাঙ্গালী বঙ্গালবৃন্দ ! তোমাদের সাথে কথা বলতেই আমার রুচিতে বাঁধছে। তোমরা যে কেবল বাঙ্গালী-মানুষ নও তা আমি জেনেছি তোমাদের কবি গুরুর নিকট থেকে। তোমাদের মতো শংকর অর্থাৎ বহু রং চং, আকার- আকৃতি এবং ত্যাড়া ব্যাড়া জাতি পৃথিবীর অন্য কোন অঞ্চলে নেই। সেই অনাদী কাল থেকে – অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে যখন সবে কলি যুগ আরম্ভ হয়েছে ঃ বঙ্গে তখন একজন রাজা ছিলো। নাম জগদত্ত। সম্ভবত তিনিই তোমাদের প্রথম রাজা। রাজা জগদত্তের আমলেই মহা ভারতের যুদ্ধ শুরু হয় এবং রাজা সদলবলে সে যুদ্ধে গেলেন কৌরবদের পক্ষ অবলম্বন করার জন্য। যুদ্ধে কৌরবরা পরাজিত হলে পঞ্চ পান্ডবদের সৈন্য সামন্তরা জগদত্তসহ তোমাদের সকল যোদ্ধার ভবলীলা সাঙ্গ করে দেয়। এরপর তোমাদের নারীদেরকে বান্দী বানিয়ে যা ইচ্ছে তাই করতে থাকে। ইতিহাসের প্রথম যুদ্ধে ভুল সিদ্ধান্ত নিয়ে যে জীবন তোমরা শুরু করেছিলে তা আজ অবধি একই ধারায় চলছে। সারা দুনি...