পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফেরাউনের আত্মকথা ঃ

ফেরাউনের আত্মকথা ঃ ((গত কাল ইবলিশের মহা মুল্যবান আফসুসের কথা শুনেছেন আর এই কথাও সে বলেছে তারপরে ফেরাউন কথা বলবে তাই তার মহামুল্যবান কথাগুলি তুলে ধরলাম তারআগে গতকালের ইবলিশের বয়ান টা দেখে নেয়া যেতে পারে)) হে বাঙ্গালী বঙ্গালবৃন্দ ! তোমাদের সাথে কথা বলতেই আমার রুচিতে বাঁধছে। তোমরা যে কেবল বাঙ্গালী-মানুষ নও তা আমি জেনেছি তোমাদের কবি গুরুর নিকট থেকে। তোমাদের মতো শংকর অর্থাৎ বহু রং চং, আকার- আকৃতি এবং ত্যাড়া ব্যাড়া জাতি পৃথিবীর অন্য কোন অঞ্চলে নেই। সেই অনাদী কাল থেকে – অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে যখন সবে কলি যুগ আরম্ভ হয়েছে ঃ বঙ্গে তখন একজন রাজা ছিলো। নাম জগদত্ত। সম্ভবত তিনিই তোমাদের প্রথম রাজা। রাজা জগদত্তের আমলেই মহা ভারতের যুদ্ধ শুরু হয় এবং রাজা সদলবলে সে যুদ্ধে গেলেন কৌরবদের পক্ষ অবলম্বন করার জন্য। যুদ্ধে কৌরবরা পরাজিত হলে পঞ্চ পান্ডবদের সৈন্য সামন্তরা জগদত্তসহ তোমাদের সকল যোদ্ধার ভবলীলা সাঙ্গ করে দেয়। এরপর তোমাদের নারীদেরকে বান্দী বানিয়ে যা ইচ্ছে তাই করতে থাকে। ইতিহাসের প্রথম যুদ্ধে ভুল সিদ্ধান্ত নিয়ে যে জীবন তোমরা শুরু করেছিলে তা আজ অবধি একই ধারায় চলছে। সারা দুনি...

ইবলিসের আত্নকথা : ১

ইবলিসের আত্মকথা ঃ  হে বঙ্গ দেশের অধিবাসীগন! আমার শয়তানী শুভেচ্ছা গ্রহন কর। তোমরা হয়তো ভাবতে পারো কেনো আমি তোমাদেরকে তুমি বলে সম্বোধন করলাম! আসলে বয়স হয়েছে তো- অনেক অনেক বয়েস। হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি বছর কিংবা তার চেয়েও বেশী। তোমাদের আদি পিতা হযরত আদম (আঃ) থেকেই লক্ষ কোটি বছরের বড় আমি। তোমরা হয়তো অনেকেই জানো-আমি নুরের তৈরী জ্বিন জাতির অন্তভূর্ক্ত। পরে ফেরেশতাদের গোত্রভূক্ত হই এবং একসময় তাদের নেতা নির্বাচিত হই। তোমাদের অতি পরিচিত জিবরাইল, আজরাইল কিংবা মিকাইল-আমারই অধীনস্ত শিষ্য ছিলো এক সময়। আদম (আঃ) কে নিয়ে সৃষ্ট সমস্যায় আমি আল্লাহ পাকের সামনে যে অহংকার প্রদর্শন করেছিলাম তা ব্যতিত আমার জীবনে কোন গুনাহ নেই। বরং ইবাদত কিংবা বন্দেগীতে কোন সৃষ্টি এযাবৎকাল আমাকে অতিক্রম করতে পারেনি। আসমান, জমিন, আরশ কিংবা জান্নাতের এমন এক তিল যায়গাও খুঁজে পাবে না যেখানে এই ইবলিশ মিয়ার সেজদা পড়েনি। তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে- আজ এতো বছর পর আমি কেনো পত্র লিখতে বসলাম আর কেনই বা দুনিয়ার এত্তোসব হাজার হাজার জাতি গোষ্ঠী, বর্ন, সম্প্রদায় বাদ দিয়ে তোমাদেরকে বেছে নিলাম? আসল কথা হলো তোমাদের আাচার আচরন এবং ...