আমাদের করার কিছুই নেই ?


জলছে আরকান
নির্বিকার বাংলাদেশ ও মুসলিম বিশ্ব
আরাকানে আবার মুসলিম নিধনযজ্ঞ শুরু হয়েছেশুরু হয়েছে বলাটা মনে হয় যথাযথ নাকারণ, আরাকানে মুসলিম নির্যাতন একটি অব্যাহত ব্যাপারশতাব্দীকাল যাবৎ চলছে এই নিধনÑনির্যাতন
তবে সাম্প্রতিককালের এ জুলুম জ্বলন্ত আগুনে হঠাৎ লেলিহান শিখা জ্বলে ওঠার মতো ঘটনামুসলমানগণ তাদের ওপর চালিত একটি অন্যায় আচরণের প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে মিয়ানমারের রাষ্ট্রীয় শক্তির তত্ত্বাবধানে ঠাণ্ডা মাথায় খুন ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছেসরকারি এই জুলুমের মুখে রোহিঙ্গার মুসলিম জনগোষ্ঠী আজ নিজ দেশেই পরবাসীমানবতা সেখানে ডুকরে কাঁদছেপদদলিত হচ্ছে মানবাধিকারঅথচ এ ক্ষেত্রে নির্বিকার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশনির্বিকার মুসলিম বিশ্ব।  মুসলিম রাষ্ট্রগুলো নিরব দর্শকের ভূমিকা পালন করছেআর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় একদিকে যে কোনো মূল্যে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধের হুঙ্কার ছাড়ছে, অপর দিকে স্তুতি গাইছে মিয়ানমার সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরনিরবে কাঁদছে রাসূলে আকরাম সা. এর বাণী- মুসলিমগণ এক দেহের ন্যায়তার যে কোনো অঙ্গে আঘাত লাগলে সারা দেহ অস্থির হয়ে পরে
মুসলিম নামধারীরা আজ ধর্মনিরপেক্ষতাই তারা যে কোনো প্রতিক্রিয়া দেখাতে কিংবা ভূমিকা রাখতে শতর্ক  থাকছেÑ কোনোভাবেই যেনো ইসলামের দিকে বা মুসলমানদের প্রতি বাড়তি আকর্ষণ প্রকাশ না পায়কিংবা জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে মুসলিম পরিচয়ের প্রকাশ না ঘটেনিজেদের ধর্ম নিরপেক্ষ চরিত্র ঠিক রাখতে গিয়ে মানবিকতার যদি কিছুটা ব্যাঘাত ঘটে ঘটুক বা মানবাধিকার পিষ্ট হয় পদতলে; হোক তাতে কি? কেউ তো আর ইসলামপন্থী বলে গালি দিবে নাএকদিকে বাংলাদেশের হলো এই দশা
আর মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বশীল ফোরামগুলোও চুপ করে বসে আছে, যেনো ভাবখানা অনেকটা এমন মানবাধিকার বিষয়ে কথা বলা তো পশ্চিমাদের দায়িত্ব!
প্রকৃত পক্ষে মুসলমান যখন জীবনের কোনো ক্ষেত্রে ইসলাম থেকে সরে যায়, তখন সে শুধু ইসলাম থেকেই বিচ্যুত হয় না; বরং সার্বিকভাবে কল্যাণ থেকে সম্পর্কচ্যুত হয়ে যায়মুসলিম জাহান যখন থেকে রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে বাদ দিয়ে নানা মতবাদের অনুসারি হয়েছেÑতখন থেকেই এরা এক অপদার্থ জাতিতে পরিণত হয়েছেযেই মুসলিমের কর্ণকুহরে আল্লাহর শাশ্বত কালামের বাণী পৌঁছেনা, রাসূলে আরাবি সা. এর নির্দেশবাণী শুনতে পায় না, তার কানে মানবতার আর্তনাদ পৌঁছবে এমন আশা করা বোকামি বৈ কি?
মনে রাখতে হবে আজ ও আগামীর বিশ্ব দুই ভাগে বিভক্তমুসলিম ও অমুসলিমযারা মুসলিম হবে তারাই কপটতামুক্ত মানবতার পক্ষাবলম্বী হবেতারাই হবে মজলুমের বন্ধুআর যারা ইসলামের অনুসারী হবে না তাদের কথা যতো শ্রতিমধুরই হোক না কেন, তারা তেলের দেশে মানবাধিকার লঙ্ঘন হতে দেখবেকিংবা স্বার্থের দেশে লড়াকু হবে আর প্রকৃত মানবতা হবে কেবল তাদের পদতলের বস্তু
তাই, হে মুসলিম! আগে মুসলিম হওব্যক্তি জীবনে, সমাজ জীবনে রাষ্ট্র ও রাজনৈতিক জীবনেতবেই তোমরা মুক্তি পাবে, মানবতা হাসবে মুক্তির জয়গানেঅন্যথায় আজ কাদছে আরাকান, কাশ্মীর, ফিলিস্তীনকাল কাঁদবে আরো নতুন নতুন মজলুমের জনবসতী

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হক্কানী উলামায়ে কেরাম পীরমাশায়ীখ দের ও আহলে সুন্নাত অয়াল জামাত এর উপর মিথ্যারুপ ভণ্ডামির জবাব

তথাকথিত আহলে হাদীসদের ভন্ডামী

আখেরী মুনাজাত ও অন্যান্য দু'আ মনির হুসাইনের বিশ্ব ইজতেমা বিরুধী পোস্টের জবাব ০১